১. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৮ সালকে pharma sector এর জন্য product of the year ঘোষনা।
২. মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জাতীয় ঔষধ নীতি-২০১৬ এর অনুমোদন এবং ২৩-০৩-২০১৭ তারিখে গেজেট আকারে প্রকাশ।
৩. ১৪৫ টি দেশে ওষুধ রপ্তানি।
৪. গ্রাজুয়েট ফার্মাসিস্ট এর তত্ত্বাবধায়নে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ স্থাপন করা হয়েছে।
৫. ওষুধের কাচাঁমাল আমদানির নির্ভরশীলতা কমানো ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় এপিআই(API) পার্ক স্থাপনের কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।
৬. ফার্মাকোভিজিল্যান্স মনিটরিং এর জন্য বাংলাদেশ WHO Uppsala Monitoring Centre এর ১২০তম পূর্ণ সদস্যপদ অর্জন করেছে। ফার্মাকোভিজিল্যান্স গাইড লাইন তৈরি করা হয়েছে। ৩২ টি হাসপাতাল ও ৩০ টি ঔষধ উৎপাদকারী প্রতিষ্ঠান অনলাইনে ADR রিপোর্ট National ADR সেলে জমা দিচ্ছে। রিপোর্টগুলোর casualty assess করে ব্যবস্থা গ্রহণ এবং vigiflow তে রিপোর্ট আপলোড করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস